• ঢাকা
  • | বঙ্গাব্দ
Dana Electronics.

তাড়াশে বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী সেলিম জাহাঙ্গীরের মাজার জিয়ারত


FavIcon
মোঃ মাজেদুল ইসলাম
নিউজ প্রকাশের তারিখ : Jun 26, 2025 ইং
ছবির ক্যাপশন: তাড়াশে বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী সেলিম জাহাঙ্গীরের মাজার জিয়ারত

তাড়াশ( সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৬৪ সিরাজগঞ্জ -৩ তাড়াশ-রায়গঞ্জ -সলঙ্গা আসনে বিএনপি দলীয় সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী খন্দকার সেলিম জাহাঙ্গীর উপজেলার নওগাঁ শাহ শরীফ জিন্দানী (রঃ)  এর মাজার জিয়ারতের মাধ্যমে তার নির্বাচনী গণসংযোগ শুরু করেন। বুধবার তাড়াশ জি কে এস স্কুল মাঠ থেকে দুপুর ১২ টায় ২ শতাধিক মোটরসাইকেল ও মিনি ট্রাক নিয়ে শোভাযাত্রাসহ মাজারে গিয়ে জোহরের নামাজ আদায় করেন। নামাজ শেষে জিয়ারত সম্পন্ন করে মাজার চত্বরে গনসমাবেশে অংশগ্রহণ করেন। সমাবেশে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরহাদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি মনোনয়ন প্রত্যাশী সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ও তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ জয়নুল আবেদীন, তাড়াশ পৌর বিএনপির সাবেক আহবায়ক তপন কুমার গোস্বামী, যুগ্ন আহবায়ক মোঃ আবুল হোসেন, খন্দকার সাইফুল ইসলাম প্রমুখ।